**************


তোমার ওই মধুর নামটা খালি বলে দিও;
আমি তোমার নাম বুকে লিখে ভাসা’বো  
এ কঠিন বোঝা বাওয়া তরী তিস্তার জলে—
সে পারি দেবে বহু ক্রোশ পথ আকাশের তলে
ধীরে ধীরে—চঞ্চল তিস্তার নীর কেঁটে কেঁটে;
চলতে চলতে এ নদী যদি শুকা’য়ে যায়—
তখন এ নৌকা তিস্তার নুড়ি পাথর ধ’রে ধ’রে
পথ খুঁজে নেবে তোমার বাড়ির—
পা বাড়া’বে তোমার নামের খোঁজে—ক্লান্ত এ ধরে ৷
মনের পাতায় ছবি এঁকে এঁকে তবুও চলবে
সে তোমার মধু রূপের টানে—দাঁড়া’বে
আমার এ দেহতরী তোমার বাটের সামনে ৷
তুমি তোমার ভালোবাসার তৈলচিত্র দিও এঁটে
আমার এ প্রেমনৌকার ছইয়ের ছাতির ‘পরে ৷
নাকি তুমি ফিরা’বে আমার এ ভেলা—
ভাবি’ এ মনতরীর ভালোবাসা—নিছক খেলা!
            
             ***********
                   *****
                       *