নিমেষে নিঃশেষ হয়ে যাচ্ছে শত শত প্রাণ,
হঠাৎ মৃত্যু এসে ছিনিয়ে নিচ্ছে কত জীবন।


এক মুহূর্তে স্বপ্নের মতো ছিন্ন করছে বন্ধন,
অতলস্পর্শ অন্ধকারে এ কি আত্মখণ্ডন ?


অন্ধকার ব্যতিক্রম করার পথ যায় না যে দেখা,
দুঃসহ দুঃখের ভেতর সে সত্যের পাথরে গাঁথা।


অন্ধকারে হাতড়ে বৃথা সেই 'মরণ-জীবাণু' খুঁজতে থাকি,
চারিদিকে দেখি খালি শূন্যতা, অবিচলিত দুটি আঁখি।


সব কিছু শেষ করে পাবো কবে আবার মুক্তির আস্বাদন,
নয় নয় সে একেবারেই নয় বৈরাগ্যের কৃচ্ছসাধন।


মৃত্যু রাজ্যের চূড়ায় যেন আজ উড়ছে ধ্বংস পতাকা,
অশ্রুধৌত চোখে দেখি আমি খাপছাড়া আকাশের তারা।


মরণের বৃহৎ পটভূমি তে দাঁড়িয়ে দেখি সংসারের দুঃখের ছবি,
নীল আকাশের দিকে তাকিয়ে আজ শুধু কষ্টের অনুভূতি।