গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-১০ (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে স্নেহছায়া আছে ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নব নব আশা।
প্রভাতে অরুণ রবি ওঠে পূর্বাকাশে,
আমাদের ছোট গ্রাম অজয়ের পাশে।


পাঠশালে শিশু সবে করয়ে পঠন,
পাখিদের গান শুনে হরষিত মন।
ফুলবনে ফুটে কলি সৌরভ ছড়ায়,
মধুলোভে অলিদল গুন গুন গায়।


গ্রামবাসী সবে ভাবি আপনার জন,
এ গাঁয়ের সকলেই আমার আপন।
অজয়ের তীরে গ্রাম সবুজের ছায়া,
গাঁয়ের মধ্যেতে পাই মমতা ও মায়া।


আমাদের গ্রামখানি অতি মনোহর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।