কাঁদতে গিয়ে কাঁদতে পারিনা
বলতে গিয়ে পারিনা বলতে,
একা একা শুধুই গুমরে মরি
পাকাই তাই বসে বসে সলতে।


জ্বালা অনেক বুকের মাঝে  
ভেতরে ভেতরে জ্বলি,
বলতে চাই দাওনা একটু ঘি
জ্বালিয়ে আগুন শোধ তুলি।  
  
বয়স হয়েছে অনেক আজ    
বয়সের ভারে এদেহ ন্যুব্জ,
জানি; যেতেই হবে সব ছাড়ি
বাজিয়ে যাই আশার রণ তূর্য।  


প্রাচীর তোলা আজ চারপাশে
আগাছায় ভরে গেছে মন,  
কতদিন আর তাকিয়ে দেখবো
বড়ো ক্ষুদ্র এই একটাই জীবন ।


কিছু করে যাই এ ধরার বুকে
আঁকি অন্ধকারে আলোর ছবি,  
বুকের রক্ত ঢেলে দিয়ে তাই
আঁকড়ে ধরি তোমায় দ্রোহের কবি।