বাসর ঘরটা ভেঙে দিয়ে
বসালি তুই মদের আসর,  
চিনে নিলো মানুষ তোরে
তুই যে কত বড়ো ইতর।


আতর মেখে আছিস বসে
দেখছিস বসে বাইজী নাচ,  
উড়ায় কাঁড়ি কাঁড়ি টাকা
ভাবছিস আছে টাকার গাছ।


একদিন কিছুই থাকবে নারে
ভেঙে যাবে সব অহংকার,
খালি হাতে বসবি পথে
কেউ হবে না সঙ্গী আর।  


যতই চতুর নিজেকে ভাবিস
তোর মতো নেই গাধা আর,
সুখের সময় সবাই থাকে
সুখ ফুরালেই পগারপার।  


পথ চেয়ে যে আছে বসে
বাঁধতে তারে দিলিনা ঘর,
তারে তুই করলি বিদায়
বসাইলি রে মদের আসর।


সইবে নারে ঈশ্বর আল্লা
তোর এত সব দুষ্কর্ম,  
জানি এ সময়ে থাকবি অন্ধ
শুনবি না কারো পরামর্শ।


আছে এখনও সময় ওরে
আয় ফিরে তুই নিজের ঘরে,
বাঁচবি তুই মরবি না আর
বিবেক হীনতার তীব্র ঝড়ে।


স্মরণ নেরে তাঁর চরণে
জোগাবে সেই-ই তোরে শক্তি,
নতুন করে কররে শুরু
তাঁর চরণেতে রাখ রে ভক্তি।