বৃষ্টি পড়ে টিনের চালে  টাপুর টুপুর শব্দ করে,
শব্দ শুনে খোকন সোনা কেঁদে উঠে ভীষণ জোরে।


ছোট ছোট ছেলেরা সব খুশিতে যায় মাঠে  ছুটে,
জলে ভিজে খেলে ওরা ঘরের বাধা সবটা টুটে।


কৃষক ভাইয়ার মুখে হাসি ফলবে মাঠে সোনার ফসল,
ধার দেনা সব শোধে এবার তুলবে ঘরে সুদ ও আসল।


বুড়ি মাসি হাঁপ ছেড়ে কয় "আসবে রাতে দুচোখে ঘুম",
কত রাত্রি ঘুমায়নি সে ঘুমাবে রাত হলে নিঝুম।


শিশুরা সব যাবে  নিদে গরমেতে কাঁদবে না কেউ,
এমন রাতি চায় সব মা; মা'দের মনেতে খুশির ঢেউ।


ফিরে পাবে গাছপালা সব সজীবতা দেহেতে প্রাণ ;
ফুলগুলো সব ঘ্রাণ ছড়িয়ে দূরবে ধরার সব অভিমান।