দুষ্টু ছেলে মিষ্টি কথায়
ভুলায় তার ঠাম্মায়,
দে ঠাম্মা কিছু টাকা
আছে তোর জিম্মায়।  


"দাদুর টাকা কে খাবে
আমি একমাত্র নাতি,
আমি ছাড়া কে আছে
জ্বালাবে লাল বাতি!


আরাম আয়েশে থাকবো
কিনবো মোটর গাড়ী,
তোকে নিয়ে ঘুরে বেড়াব
দেবো এথা সেথা পাড়ি।


তোকে কেউ কি বাসে ভালো
আমার মতো বল,
যে কটা দিন বাঁচবি বুড়ি
আমার মতে চল।


যা মন চায় খেয়ে নে
মেটা মনের সাধ,
দুদিন বাদে চোখ উল্টালে
হবে সব বরবাদ।


মাংস ডিম খাস না বেশি
হবে কলেস্টেরল,
মাঝে মাঝে আনবো ঠাণ্ডা
সঙ্গে রঙিন বোতল।


তুই খাবি না আমি খাবো
দেখবো রঙিন স্বপ্ন,
হাওয়ার হাওয়ায় ভেসে বেড়াবো  
থাকবো স্বপ্নে মগ্ন।  ""      


"ওরে শ্যালা তোর মনেতে
ছিলো এত সব কু,
বলি, পড়া শুনো কর আগে
মনটা রে ভালো করে ধু ।


ধন সম্পদ আসবে যাবে
বিদ্যা থাকবে বন্ধু হয়ে,
পড়বে মনে কথাটা যখন
ভাববি একা শুয়ে শুয়ে।  


মানুষের মতো মানুষ হ
রাখুক সবাই তোকে মনে,
স্বর্গ থেকে করবো আশিস
থাকবো সদা তোর সনে । "