বড়ো ক্ষতি হলো ঝড়ে কত মানুষ গেলো মরে,
ঘরে ঘরে দেখছি আজকে হাহাকার গ্রাম শহরে।
মাঠের ফসল মাঠে পড়ে
কান্না ভেজা চোখে ঝরে
বাঁচবে কি আর মানুষগুলো কারোর দয়ায় কারোর বরে?
বড়ো ক্ষতি হলো ঝড়ে কত মানুষ গেলো মরে,
ঘরে ঘরে দেখছি আজকে হাহাকার গ্রাম শহরে।
মাঠের ফসল মাঠে পড়ে
কান্না ভেজা চোখে ঝরে
বাঁচবে কি আর মানুষগুলো কারোর দয়ায় কারোর বরে?
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৯টি মন্তব্য এসেছে।
বাস্তব অনুভবের প্রকাশ প্রিয় কবিবর। খুব সুন্দর ভাবনার লিমেরিক। শুভ কামনা সকল সময় প্রিয় কবিবর
বাস্তব বড় করুণ
বড় কঠিণ দুঃসময়
প্রভু করো পরিত্রাণ
দাও গো অভয়...সুন্দর মানবতাবাদী উচ্চারণ।
ভালো থাকুন প্রিয় কবি।অবিরত শুভেচ্ছা রইল।
ভীষণ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষের জীবন,
আশা থাকুক, মানুষ সব সামলে উঠবে।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি।
লিমেরিকে অপূর্ব সুন্দর মানবিক বোধের প্রকাশ। শুভকামনা রইল প্রিয় কবি।
অসাধারণ লিখনি,। সম্মানিত কবি শুভকামনা অনন্ত, সুস্থ থাকুন সদা সকলকে নিয়ে।
একমাত্র প্রভুর বর ছাড়া বাঁচা সম্ভব নয়
প্রিয়কবির লিমেরিক হয়েছে বেশ মনোময়
মানবতার আর্তি এমনি ফুটিয়ে তুলুন
এবং ভালো থাকুন সপরিবারে সব সময় ।
একদম ঠিক লিখছেনন প্রিয় কবি।
কত মানুষ ঝড়ে মরে নষ্ট ফসল অনাহার।ধন্যবাদ ভালো থাকুন।
মানবতাবোধের অসামান্য প্রকাশ। অভিনন্দন, সম্মানিত কবি।
সুন্দর লিমেরিক।
ঝড় এলো ঝড় এলো করে গেল ক্ষতি,
ফসল ফল-ফলাদি বিনাশ করে, করে গেল ইতি।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল।
লকডাউনেই বেড়েছে বেকার,
বাইরে গেলেও রোগের শিকার,
জীবন মরণ,
সমান এখন,
বেঁচে থেকে আজ বনেছি জোকার।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
বাঁচবে কবি, বিরুপ পরিস্থিতিতেও কোন না কোন পথ এই মানুষগুলোই বের করে নেবে। ভালো থাকুন সতত।
অনন্য অনুভূতির কথা। শুভেচ্ছা অনেক প্রিয় কবি ।
বেশ ভাল লাগার কবিতা।চমৎকার সমাপ্তি।বেশ প্রশংসনীয়।
"করোনায় গৃহ বন্দি জ্যান্ত আধ মরা ,
ঝড়ের তাণ্ডবে হবে হবে একেবারে মরা । "
বাস্তবতার পরিপ্রেক্ষিতে সুন্দর লিখা । খুব ভালো লাগলো । অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
ভালো থাকবেন ।
বেশ সুন্দর ভাবনায় ভরা কাব্যগাঁথা।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
অসাধারণ লিখেছেন কবি প্রিয়।
শুভেচ্ছা অফুরন্ত
দরদী মনের অনন্য মানবিকতার উপস্থাপন।
ভীষণ ভীষণ মুগ্ধতা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানেবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
অনুভূতি সচকিত হয় এমন সুন্দর লিমেরিকে।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি।
শুভ কামনা রইল।
সুন্দর লিমেরিক কবিতা । যথার্থ ভাবনা ।সুন্দর উপস্থাপনা ।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
khub sundar limerick!!
khub bhalo laglo.
valo thakun
মানুষের দয়ায় মানুষ বাঁচে
যতদিন কোষের কর্ম ক্ষমতা থাকে।
বেশ সুন্দর লিমেরিক।
হার্দিক শুভেচ্ছা জানবেন সম্মানিত কবি।
বাঁচবে কি আর মানুষগুলো।
অনেকদিন পর আপনার লেখা পেলাম।
দারুণ উপস্থাপনা প্রিয় কবি।সতত শুভেচ্ছা রইল।
এই দুঃসময়ে সর্বদা ভালো থাকুন।
চমত্কার লেখা কবি
ভালো থাকবেন সবাই ।
অসাধারণ বোধের সাবলীল প্রকাশ
প্রিয়কে ঈদ শুভেচ্ছা রইল একরাশ ।
চমত্কার লিমেরিক । ছত্রে ছত্রে মানবিক উচ্চারণ ।সুন্দর ।শুভেচ্ছা জানবেন।
সমুহ বিপদ, জনতার চাই মদত
পাশে দাঁড়াক সরকার
সবার মস্তকে পড়ুক তাঁর বরদ হাত ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ ,ভাল থাকুন ।
কি নিদারুণ পরিস্থিতি 😢
সুন্দর ভাবনায় লিমেরিক কবিতা।
খুব সুন্দর উপস্থাপনা করেছেন।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
সুন্দর জীবনমুখী মানবতাবাদী লিমেরিক কবিতা , ভাল লাগলো , শুভেচ্ছা রইল ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.