সম্পদ ওরে হয় না স্থায়ী
ঘুরে হাত হতে হাতে,
আজকে যেবা রাজা উজির
কাল সেই-ই হাত পাতে।


বুঝে নাতো কেউ এ সহজ সত্য
বিত্তের গরবে করে বড়াই,
অহংকারে পা পড়েনা মাটিতে
কেমনে পেরবে চড়াইউৎরাই?


চোখে ভাসে কত স্মৃতি
দেখেছি যা ছোট্ট জীবনে,  
আঘাত পেয়ে লাগে ব্যথা
ঝরে রক্ত এ দেহ মনে।


প্রকৃত শিক্ষায় শিক্ষিত যারা
রয় না ধনে তাদের মোহ,  
"টাকা মাটি মাটি টাকা" ভাবনা
জাগে তাদের মনে অহরহ।


শিক্ষা এমন দাও সন্তানকে
ভাবে যেন সে সবার কথা,
সবার দুঃখে সবার কষ্টে
পায় যেন সে হৃদে ব্যথা।


সত্যের পথে থাকে যেন সন্তান
হয় যেন সে মানুষের মতো মানুষ,  
অর্থে জন্মেনা যেন কোন লোভ
থাকে যেন তার মান আর হুঁশ।