মাটি দিয়ে মূর্তি গড়ি
মাটিতে বানাই ঘর,
মাটিতেই আমার সর্ব সুখ
মাটি তো নয় কো পর।


মাটি হতেই সৃষ্টি সবার
মাটিতেই হবো সবাই লীন,
মাটি যে মায়ের সমান
মাটির কাছে সবার ঋণ।


মাটির সাথে নেই তুলনা
মায়ের চেয়ে অনেক বড়,
মাটি জোগায় খাদ্য খাবার
মাটির জন্য ভাবনা বড়ো।


মাটির সাথে মিশিয়ে বিষ
মাটির করি কত ক্ষতি,
মাটির সাথে আমরাও
মারণ রোগ কে করি সাথী।


মাটির জন্য কাঁদে প্রাণ
মাটির জন্য জ্বলে হৃদয়,
মাটির মানুষ দিশেহারা
মুখে চোখে শুধুই ভয়।


মাটি ছাড়া বাঁচবো কেমনে
মাটিকে বুকে জড়িয়ে ধরি,
মাটি ছাড়া জীবন আঁধার
মাটির রথে দিবো পাড়ি।