রাত্রি হলে রাখাল ছেলে
যাসরে কোথায় তুই,
গাভী গুলো ডাকছে তোকে  
চল গোয়ালে শুই।
  
তোকে ছাড়া ওদের আবার  
লাগে বড়ো একা ,
তোর ভরসায় বাঁচে ওরা
রাখে আজো ভরসা।

বছর ভর তুই চেষ্টা করিস
রাখতে ওদের সুখে,
দিবানিশি খেটে মরিস
কাঁদিস ওদের দুখে।  


তোর কথা তো কেউ ভাবেনা
নেই মাথাতে ছাদ,
সময় মতো খাবার জুটে না
সবকিছুতেই বাদ।


কষ্টে তুই খাবার জোগাস
করিস ওদের সাহায্য,
তারপরও জুটে অবহেলা
পাসনা পাওনা ন্যায্য।  


বাঁচ তুই নিজের মতো
দিই সে সুযোগ,
পাশে থাকি করি সাহায্য
করি দূর দূর্ভোগ ।