হাঙরের মনে আজ বড় অভিমান
রাঘব বোয়াল টি খুবই বেইমান।
  তাকে খায় নি সে এই ভেবে
    ধরবে সে খাবার অভাবে
বাড়তে দিয়েছে তার কোমর সমান।


মজুত খাবার গুলিকে রেখেছে পাশে
রোজ নজরে রেখেছে ওদের দিবসে।
    জেলেরা এলো একটি সাঁজে
     বোয়াল পালালো মুখ গুঁজে
জেলেদের পাতা জালেই পড়েছে শেষে।


বোয়াল দেখে আকাশ কালো মেঘে ঢাকা
খুব জোড়ে ঘোরে তার ভাগ্যের চাকা
       কত দূর যাবে নেই জানা
      মেঘের খামে তার ঠিকানা  
আকাশে চাঁদটা কাস্তের মতো বাঁকা।


জেলেরা ধরে রেখেছে তাকে সমাদরে
অমায় তাকে বড়শিতে দিয়েছে জুড়ে।
    হাঙর ধরতে ভালো টোপ
    রাতদিন নড়ে তার গোঁফ
টোপ গিলতে হাঙর ছটপট করে।