দেখছি করোনা ভাইরাস অদ্ভুত উল্লাসে
বিশ্বের মানুষদের করছে বেশ শাসন।
তার দাপটে জনগণ এখন ভীত সন্ত্রস্ত।
পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে চারদিকে
লক-ডাউন ঘোষণা করছেন সরকারী
প্রশাসন।
আমাদের পাড়াটাও নাকি রেড জোনে।
তাকিয়ে দেখেছি সামনে রেল-লাইনের
মতো পাতা আমার দীর্ঘ অবসর সময়।
দূরবীন দিয়েও দেখা যায় না দু'ধারের
প্রান্ত সীমা।
বন্দী-দশায়,নিতান্ত যতদূর পারি ঘরেই
পায়চারি করি স্মৃতির অববাহিকায়।ভাবি,
কত কিছু করার ছিল এই জীবনটায়।
কখনো কখনো বদ্ধ ঘরে বুঁদ হয়ে থাকি
যখন নিঃসঙ্গতা ভর করে এই বার্ধক্যের
অবসরে।বাধ্য হয়ে আলস্যে সিক্ত ঘুমিয়ে    
কাটানোর করি আয়োজন।
এই সময় এই বদ্ধ নড়বড়ে ঘরের বাইরে
নাকি চলে রেশন দুর্নীতি।বাদী ও বিবাদী
দু’পক্ষের মধ্যে হয় কথা কাটাকাটি।ক্ষুধার
রাজ্যে হাতাহাতি,লাঠালাঠি কিছু বাদ যায়
না দিবসে।
চুপ করে থাকাটাই সমীচীন মনে করি এই
বৃদ্ধ বয়সে।বিক্ষুব্ধ জনতার বাক-বিতণ্ডা র
তেজী ঝড় ধেয়ে আসছে আমার এই ছোট্ট
ঘরে।বারবার ভীত অসহায় কাক গুলি ছুটে
এসেই জানালায় টোকা মারে।শুনছি ক্ষুধার্ত
মানুষের আর্ত-চিৎকার।বুঝি,গনগনে আগুন
জ্বলে তাদের বুকের ভেতরে।
মনে হয়,আরো ক্ষুরধার হতে হবে করোনা
শাসন।এখনো যে মানুষগুলো একাকী বাঁচার
আশায় সাধ-আহ্লাদ আঁকড়ে বেঁচে আছে এই
বিশ্ব সংসারে,তাদের স্থান যেন হয় করোনা
কারাগারে।