এক যে আছে আজব রকম দেশ,
সেই দেশেতে উল্টো সব কিছু।
সুয্যিমামা পশ্চিমেতে উঠে-
ডুব দেয় রোজ পূর্ব পারে পাহাড় চূড়ার পিছু!
চাঁদমামা দিয়ে হামা হাসে মিটিমিটি,
পূর্বেতে ওঠে রোজ পশ্চিমে ইতি।


গাছপালা নিয়মিত করে হাঁটাচলা-
মানুষেরা চুপচাপ কাটায় যে বেলা!
না করে সে নড়াচড়া, এক স্থানে কাটে বেলা,
গাছেরা পৌঁছে দেয় হওয়া জল ছায়া।
সবুজ আকাশ আর গাছেরা যে নীল-
পাখিরা সাঁতার কেটে পর হয় বিল।


আজব রকম দেশ, উল্টোপুরাণ-
নিয়ম উল্টে সব ছোঁয় আশমান।