বুক পেতে সয়
শম্পা ঘোষ
ও মেঘ তুই গোমড়াস কেনো
একটু না হয় ঝর
আকাশ বুকে দাবড়ে বেড়াস
ডাকিস কড়কড়।
মন খারাপ হয় তো বুঝি
জমা কালো আঁধার বুকে
বলতে কেনো পারিস না তুই
খুলে সব কিছুটা মুখে।
তোর গায়ে কোন আঘাতে
কালোর পরে ছাপ
ভুল করিস নি তবু রে তুই
সহ্য করিস চাপ।
কষ্টের ও তো বোঝা আছে
বইবি কত আর
হালকা হবি কাঁদনারে তুই
কর না ওরে বার।
এই না শুনে দুখী মেঘ
খুললো মনের দ্বার
কান্না তার বৃষ্টি হয়ে
নিচ্ছে ভীষণ আকার।
স্বাধীনতা পেলো এবার
আর পায় না ভয়
যন্ত্রণা তার যাচ্ছে ঘুচে
হচ্ছে দেখো ক্ষয়।
ও মেঘ তুই কেমন আছিস
বলি আবার তাকে
সাদা মেঘ বুঝিয়ে দেয়
হাসির ফাঁকে ফাঁকে।
মেঘ তখন বললো তারে
তুমি কেমন আছো
আমার কান্না বৃষ্টি নিয়ে
কেমন ভাবে বাঁচো?
ধরিত্রী তখন বললো খুলে
ওরে আমিই সেই জন
লুকিয়ে রাখি সবার কষ্ট
আমার আছে মস্ত বড় মন।
************
*********
******
***
!!
খুসির খবর মাটির ধরায়।
ঝরছে যে মেঘ ঝর্না ধারায়
বসুন্ধরা মুক্তি কুড়ায়।
খুব সুন্দর প্রকাশ দিদি! ভালো থাকবেন।
এরা দুজনেই দুজন কে জানে এক অনন্য গভীরতায়।
এরাই সৃষ্টির প্রকৃত বন্ধু।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থেকো বোন।
অসাধারণ লিখেছেন কবি প্রিয়।
মুগ্ধতা রেখে গেলাম
তারাই তো বড়ো মনের মানুষ,
ধরত্রীরও আছে সেই বিরাট হৃদয়
ঢাকে সেথায় সব মানুষের দোষ।
দারুণ লিখেছেন প্রিয় কবি। সাবধানে থাকবেন করোনা আবহে।
খুব ভাল লাগল।অনেক শ্রদ্ধা জানাই।
সদা ভাল থাকুন।
আমার আছে মস্ত বড় মন। "
মস্ত বড় মনের প্রত্যাশাই সবার কাম্য। ভালো থাকুন কবি।
অশ্রু ঝরলে বুক,
তাইতো বলি কাঁদাই ভালো
গুমরে না রেখে মুখ।
ভীষণ সুন্দর উপস্থাপনা করেছেন কবি।
খুব ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা রইল 😍😍
মুগ্ধ হলাম।
অনেক অনেক ভালো লাগল প্রিয় কবি।
বিপ্লবী শুভেচ্ছা রইল।
চমৎকার প্রকাশ
মুগ্ধতা অফুরান
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় প্রিয় কবি।
সুন্দর কাব্য বাণীতে মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা , ভাল থেক সদা, প্রিয়কবি ভগিনী ।
ধরিত্রী সবার কষ্ট লূকিয়ে রাখে।
সুন্দর কথামালায় প্রকৃতির কবিতা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
যাবি নাকি সখীর দেশে?
সখী আমার ললিতা যে
কানু আছে সেথায় ছদ্মবেশে।
খুব খুব সুন্দর!
ভীষণ ভালো থেকো সখী, আর সবাইকে সাথে নিয়ে। অনেক ভালোবাসা দিলাম তোমায়।
অনুরনন সারাক্ষণ।
দারুণ লিখেছেন প্রিয় কবি। সাবধানে থাকবেন শ্রদ্ধেয়া।
ভালো থাকবেন সবাই দিদি
লেখা খুব কমই চোখে পড়ে
দারুণ লিখেছেন
মুগ্ধতা ও শুভেচ্ছা প্রিয় কবি
ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
দেখ না বানে জলের তলে ডুবছি সারাক্ষণ।
মেঘ বলে তুই আকাশ বাতাস কেনই করিস ক্ষতো
তাই তো আমার দুঃখ বড় ঝরছি
অবিরত।
অনুপম প্রকাশ। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।