মুক্তির আশায় মনকে ভাসাই
শম্পা ঘোষ
হায় হায় হায় মরি মরি
এখন আমি কি যে করি
আমার লেখার রেশটি ধরে
খাতা তোমার যাচ্ছে ভরে।
একবারও কি ভেবেছো তুমি
কোথাও তোমার হয়েছে ভ্রমি
পাগল তুমি নও গো মশায়
তোমার লেখা আমাকে হাসায়।
জ্ঞান যে তোমার অগাধ আছে
রেখে দাও তা তোমার কাছে
তবে কেনো পিছে পড়ো
আমার কথার ল্যাজটি ধরো।
সত্যি বলি বলিহারি
তোমার মত নেইকো জুড়ি
খোঁচা মারা তোমার স্বভাব
বোঝার দেখি বড় অভাব।
ও ঘটিরাম তোমায় বলি
চোখে তোমার আছে ঠুলি
ভাবটি দেখাও বোঝো না কিছু
তবুও তুমি রয়েছো পিছু।
দেখো পৃথিবীটা বড় সুন্দর
খুড়ছো কেনো খাল-খন্দর
রাতের ঘুম চটকে ফেলো
তাই যা দেখো তা সবই কালো।
আর পারিনা বোঝাতে তোমায়
মাপ করে দিই তাইতো ক্ষমায়
তুমি কোনো দিন শুধরাবে না
আমিও তোমায় করি না ঘৃনা।
তবুও ভাবি কেনো তুমি
দখল চাও আমার জমি
এটাই যে তোমার প্রবৃত্তি
আর আমি খুঁজছি মুক্তি।
***************
************
********
*****
***
*
ভালো থাকুন ।
সহ্য করেন কবি নির্দ্বিধায়
মুক্তির আশায়......
সারিকা***
নকলে মন হয় নিরানন্দ।
দুর্দান্ত ছান্দসিক লেখনী।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবিবর।
তবুও আছে দখলদারী ।
ছন্দে থাকলে যাদুর টান
শম্পা কবি রাখেন মান ।
খুব আনন্দ পেলাম । অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই । ভালো থেকো ।
সুধারালে সুধিরে সে তো
ল্যজটি যে তার কুকুরের মত
সোজা করলে সোজা হবে না তো।
তাই তো তুমি খুঁজছো পথ
নিচ্ছ যেন মুক্তির শপথ!!
দারুণ প্রকাশ কবিবন্ধু
ফিরে ফিরে এই ধরাতেই আসব।
সুন্দর স্বচ্ছ ভাবনার প্রকাশ...............
আমার পাতায় তোমার মন্তব্যের উত্তর দেখে আসবে সখী ,
সময় পেলে। সদা কুশলে মঙ্গলে থেক।ভগবান সহায় থাকুন।
দারুন লাগলো কবিতা আর ভাবনা
অনেক শুভেচ্ছা থাকলো কবি
ভালো থাকবেন
খাঁটি জিনিস থেকে যায় চিরদিন...
তাই বন্ধু, ক্ষমা করে দিয়ে থাকো চিন্তাহীন।
অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয় কবি বন্ধু। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়। ভালো থাকুন সতত। শুভ সন্ধ্যা (এখানে)।
নিজেই নিজে ভাবো জীবনের মানে কি!
সময় এলে দেবে সে মন থেকে সাড়া
বলো, আশা নিয়ে এভাবে বাঁচা মন্দ কি!
দারুণ সুন্দর কবিতায় মুগ্ধ। ভালো থাকবেন প্রিয় কবি নিরন্তর।
দু'দিনের এ সংসারে
কতই না স্বপ্নের মালা রচি!
তাই নিয়ে চলে বিতন্ডা, কেউবা
আবার অসহায় বোধ করি, লজ্জায় মরি!
দারুন কাব্যমালায় মুগ্ধতা
রেখে গেলাম প্রিয় কবি।
শুভ কামনা রইল।
ধন্যবাদ, আসরে থাকুন।
খুব ভালো লেগেছে।
প্রিয় কবির জন্য রজনীগন্ধা শুভেচ্ছা।