মুক্তির আশায় মনকে ভাসাই
           শম্পা ঘোষ


       হায় হায় হায় মরি মরি
       এখন আমি কি যে করি
      আমার লেখার রেশটি ধরে
       খাতা তোমার যাচ্ছে ভরে।


      একবারও কি ভেবেছো তুমি
      কোথাও তোমার হয়েছে ভ্রমি
      পাগল তুমি নও গো মশায়
      তোমার লেখা আমাকে হাসায়।


      জ্ঞান যে তোমার অগাধ আছে
       রেখে দাও তা তোমার কাছে
         তবে কেনো পিছে পড়ো
      আমার কথার ল্যাজটি ধরো।


           সত্যি বলি বলিহারি
        তোমার মত নেইকো জুড়ি
        খোঁচা মারা তোমার স্বভাব
        বোঝার দেখি বড় অভাব।


         ও ঘটিরাম তোমায় বলি
         চোখে তোমার আছে ঠুলি
       ভাবটি দেখাও বোঝো না কিছু
          তবুও তুমি রয়েছো পিছু।


         দেখো পৃথিবীটা বড় সুন্দর
         খুড়ছো কেনো খাল-খন্দর
          রাতের ঘুম চটকে ফেলো
       তাই যা দেখো তা সবই কালো।


       আর পারিনা বোঝাতে তোমায়
       মাপ করে দিই তাইতো ক্ষমায়
       তুমি কোনো দিন শুধরাবে না
       আমিও তোমায় করি না ঘৃনা।


          তবুও ভাবি কেনো তুমি
           দখল চাও আমার জমি
         এটাই যে তোমার প্রবৃত্তি
          আর আমি খুঁজছি মুক্তি।  


         ***************
            ************
                ********
                   *****
                     ***
                       *