রঙ মেখে সঙ সেজে করে ঢঙ
শম্পা ঘোষ
অভিনয়...অভিনয়
রূপালী পর্দায় অভিনয়
পয়সা পেয়েছে অনেক
সেজেছে ভেক...
তবুও ক্ষুধা
হবে নেতা
দেখায় কেতা...
চুল নয় উস্কো খুস্কো
জনগণ করেছে বিশ্বাস সাধ্য মতো
দিয়েছে ভোট
লুটছে,লুটেছে
সেখানেও অভিনয়
গরীবের টাকা
করেছে আত্মসাৎ
কাঁপেনি হাত
দু হাত ভরে নিয়েছে লুটে
ভরেছে ঝোলা
আনন্দে গা ভাসিয়ে
করেছে ডিস্কো...
ভেবেছিলো কি সে?
ওই ঝোলাতে নজর পড়বে শনির দৃষ্টি...
কেমন করে?
এ তো আমার চুপিচুপি নেওয়া
দেখেনি তো কেউ
কি অনাসৃষ্টি!
বেশ তো ছিলাম!
আমেজ,আয়েশ,ফূর্তি ...
আর সময় মত লুটে নেওয়া
গরীবের রক্ত,
ওদের তো আছে অগাধ ভক্তি...
এতেও বাধা,
দিলো না থাকতে ভালো...
যা...তোদের জন্য ভালো করতে আছে,
সেই আবার চিরাচরিত সিনেমার সংলাপ
এবার মুখ,ভয়ে হয়ে গেছে কালো!
পড়েছে এবার গর্তে
সত্য আছে এই মর্ত্যে
সত্যকে ওরা বড় ভয় পায়
তাই দু হাত দিয়ে মুখ লুকিয়ে যায়...
আগেই হাত তুলে বলে
কত আর নিয়েছি
এক কোটি হবে হয়তো...
ফেরত দিয়ে দেবো ওই টাকা
ভাবো...যদি কথা না উঠতো, কি হতো?
কি অভদ্র,কি অভদ্র
জনতা হয় এবার ক্রদ্ধ...
ন্যাকামির একটা সীমা আছে
গরীবের টাকা মেরে ওরা কি ভাবে বাঁচে?
অভিনয়ে এত পাকা পোক্ত
যতই আইন হোক শক্ত
ওরা খুঁজে নেবে ফাঁক ফোকর
আবার ভাষণ দেবে বকর বকর।
*****************
*************
**********
*******
***
*
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি ।
ওরা অভিনেত্রী
নাটকে সেরার সেরা
ওদের দলনেত্রী!
মানুষ ক্যাবলা ভ্যাবলা
কেবলই ভোগান্তি
তবুও দেয় ভোট দু'বেলা
এলে ভোটের দিনটি!
অসাধারণ! অপূর্ব সুন্দর কাব্যিকতা। একরাশ মুগ্ধতা রেখে গেলাম পাতায়, প্রিয় কবি বন্ধু। ভালো থাকুন সতত। শুভ কামনায় জানাই "শুভ সন্ধ্যা" (এখানে)।
প্রিয় কবিকে। শুভেচ্ছা অনন্ত।
শুভেচ্ছা শুভকামনা রইল সতত প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।
এই শ্রাবণে সতত শুভকামনায়
ভালো থাকুন সবসময়!
না থাকে সংশয়।
লজ্জা ঘেন্না ভয়
ওদের কুষ্ঠিতে নয়।
খুব সুন্দর অভিব্যক্তি কবিতায়।সুন্দর প্রকাশ বন্ধু।শুভকামনা সকল সময়
কাল হাতে নেব লুটে
টের পাবেনা কেউতো ।
বাবার ও য়ে বাবা আছে
ভুলে গেছে সেউতো ।
সুন্দর উপস্থাপনা । প্রিয় কবিকে অফুরান শুভকামনা জানাই ।
সুপ্রভাত ।
দুর্দান্ত, কিছু বলার অপেক্ষা রাখে না।
অনেক অনেক ভালোবাসা।
ধিক্কার আর ক্ষোভের অসাধারণ কাব্যে বিমোহিত!
প্রীতিময় শুভেচ্ছা ও গভীর ভালোবাসা থাকল!
সুস্বাস্থ্যে ভালো থাকুন সবসময়!
এরা জন্মান্তরের অপরাধী। এ জন্মে যুক্ত হয়েছে দলেবলে গরীবের টাকা লুটবে বলে।
আইন পুলিশ এদের জন্য নয়, যাদের টাকা মেরেছে তারা যদি একটা করে সপাটে থাপ্পড় লাগায়।
ভালো উপস্থাপনা।
আন্তরিক শুভকামনা নিরন্তর, ভালোথেকো বোন।
ভোটে জিতে হয়ে যান জনতার সর্বনাশিনী !
একদম বাস্তব ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইল চিরন্তন প্রিয় কবিবর।
ভালো লাগল কবি।
আইন যতই শক্ত হোক তাতে কিছুই এসে যায় না |
ঠিক খুঁজে নেবে ফাক ফোকর |
দারুন লাগলো কবি |
ভালো থাকবেন |
ভাষণ দেবে বকর বকর ।
ওরা নেতা নাম্নী অভিনেতা
শালার জানে চাল চক্কর ।
দারুণ দ্রোহে ঝাঁজিয়ে দিলেন প্রিয়কবি ।
এমনটা করে না বললে কি ওদের কর্ণ কুহুরে
কথা পৌঁছাবে বলুন তো ?
আমি তো চাঁছাছোলা তাই এমনটা বললে কবিরা দোষে ।
শুধু নাকি মোলায়েম ভাবে বলতে হবে ।
আরে ওরা হল হাড়ে হারাম জাদা । ওদের এমনি
করে না বললে হবে নাকি ? অনেক অনেক অভিনন্দন
দিদিকে । ভালো থাকুন সর্বদা । চলুক এমনিভাবে ।
অশেষ অশেষ সাধুবাদ , সাথে মনভরা শুভকামনা জানাই ।