শ্রমিকের ফ্ল্যাশব্যাক
শম্পা ঘোষ
কি অদ্ভূত,সত্যকে চাপা দিতে
কি কসরত
খুলে গেলো নগ্নতা-
সবই তো বিজনেস
সুদূর প্রসারী মুনাফার আশায়...
খোলা চোখে ধরা পড়লো ভুল!
মুখে গুঁজে দিলো টাকার অফার
বসলো সন্ধিতে,
আপোষের ছাঁচ কাটলো বিরাট নকশায়।
মালিক আমি কত কষ্ট করে করেছি সৃষ্টি
তুমি শ্রমিক শুধু কর্ম করে যাও
ভাগ্য দেখবে উপরওয়ালা-
নাঃ...নাঃ...আমি নই,
ঐ যে ঈশ্বর...
শ্রমিক তাতেই খুশি
কিছুক্ষণের জন্য এসি ঘরে একই টেবিলে
পাশাপাশি দুটি চেয়ারে বসার সুযোগ আর
কোকোকোলার গ্লাসে চুমুক,
ভাবা যায় না!
এ যে বড় দুষ্কর।
আত্মতৃপ্তি- আত্মগ্লানিকে চেপে ধরে,
ব্যবসাদারের মগজ আর শ্রমিকের শক্ত হাত
এখন ব্যস্ত সমঝোতায়...
মুনাফা এখন রমরমিয়ে,জমছে মালিকের তহবিলে
তবে ছড়িয়ে ছিটিয়ে দু-একটা শ্রমিকের নাম ওঠে
বোনাসের তালিকায়।
মালিক কি এতই কাঁচা?
তাই বেশ কিছু তাবেদার বহাল থাকে সর্বদাই
যারা উঠতে বসতে মাথা নাড়ে...
আর ওরা সময় পেলে-
যে যার নিজের মত পকেটে বেশ কিছু ভরে।
মালিকও সেটা ভালো করে জানে
এবং ভালোওবাসে
এ সবের ছাড় আছে
সোজা কথায় ওকে বলে
বিজনেস পলিসি...
তুমি বড় বোকা শ্রমিক
তাই ভুল করে-করে ফেলেছো নালিশী।
(ক্রমশঃ চলবে)
*****************
*************
*********
*****
*
কবিতা লেখে শুধু মন।
কবির মনেই জ্বালাতন
মালিক চোখ বুজে ঘুমোয় সারাক্ষণ।
খুব সুন্দর অনুভূতি দিয়ে লেখা অসাধারণ বোধের কবিতা প্রিয় কবি বন্ধু। ভালো থাকবেন সকল সময়
মুনাফার হাড়কাঠে চিরদিনিই বলি হয় শ্রমিক।
ইউনিয়ন লিডার - মালিকের তাঁবেদার - উপরে শ্রমিকের বন্ধু ব্রাদার।
খুব সুন্দর ভাবনা।
আন্তরিক শুভেচ্ছা সহ শুভ কামনা রইল বোন। ভালো থেকো।
শুভেচ্ছা রইল কবি। খুব ভালো থাকবেন।
ভালো লাগলো কবি ।
হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন সম্মানিত কবিবর ।
শোষণের করুণ কাহিনী যাবে না ভুলা
আগামী পর্বের প্রতীক্ষায় আপাতত মুখে তালা।
দারুণ লিখেছেন প্রিয় কবি। সাবধানে থাকবেন এই করোনা কালে।
শোষক গোষ্ঠির যেন খেলার পুতুল।
সুন্দর ভাবনার প্রতিফলণ।
মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
শুভেচ্ছা অনন্ত।
ভালবাসা বহমান, প্রিয় কবি বন্ধু।
মনোময় বাস্তব মানবতাবাদী অনুভবের ছোঁয়ায় মুগ্ধ।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
অনেক শুভেচ্ছা রইলো।
সমাজ বদল না হলে শ্রমিকের মুক্তি অসম্ভব
খুব ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা রইল
অপূর্ব সুন্দর উপস্থাপন
শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শুভ রাত্রি।
ভাল থেক প্রিয়কবি ভগিনী , শুভেচ্ছা অসীম ।
দারুন উপভোগ করলাম।
খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় কবি।
অনেক অনেক ভালো লাগল।
বিপ্লবী শুভেচ্ছা রইল প্রিয় কবি।
খুব উচ্চ ভাবনার স্বচ্ছ সুন্দর কাব্য নিবেদন!
খুব খুশি হলাম আজকের কাব্যে।
ভালো থেকো সখী। বকুল সুবাস ভরা ভালোবাসা দিলাম তোমাকে।
ভীষণ ভালো লেগেছে।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
ভাল থাকবেন সব সময়
ভাব
খুব ভালো লাগলো প্রিয় কবি