তালের বড়া
শম্পা ঘোষ
দেশের দেখি এ কি হাল
ঠিক ছাল ছাড়ানো পাকা তাল।
গন্ধে তার মাছি বসে
ঘুরছে দেখো আশেপাশে।
ঝুড়ির উপর ঘষতে থাকো
কাথ বেরোবে মাখো মাখো।
গনতন্ত্র আজ ময়দা চালে
বড়া ভাজবে মেশায় তালে।
খাচ্ছে দেখি সবাই আজ
ওরে তোরা আরো ভাজ।
প্যাচপ্যাচে আজ বর্ষা কথা
হেজে গেছে ভাবনা খাতা।
ভুঁয়ো ধরে ছাঁতা পড়ে
বৃষ্টি দেখি আরও ঝরে।
ছাতা মাথায় নন্দ ঘোষ
আঙুল তোলে ওরই দোষ।
কি বিপদে পড়লো আজ
ঠিক মাথার উপর পড়লো বাজ।
আপদ বিপদ কাটবে কেমন
গিরগিটিরা যেমন তেমন।
রঙ বদলে বহুরূপী
লুকিয়ে ছিলো চুপি চুপি।
কার্য হলো সিদ্ধি লাভ
ফিরে এসে আবার ভাব।
ছলের উপর ফলের আশা
রাজনীতি এক চরম পাশা।
আজকে যারা ওমুক দল
কালকে তারা অন্যের বল।
বাসি বড়াই মজছে মন
চলো এবার বৃন্দাবন।
দেশ আছে এক দেশের চালে
নাচি এবার তালে তালে।
!
সংশ্লিষ্ট
!
তাল নামা
তাল তেতো হলে বৃথাই যাবে
সব পরিশ্রম নষ্ট হবে।
চাখনা দিয়ে দেখে নাও
আসল স্বাদ যদি পাও।
***********
******
!!!
("৬-২৯-২১")
ভালো থাকুন প্রিয় কবি।
দারুন ছন্দে রূপকে সময়ের নামগান
চৈতন্যের দেখা নাই, মানুষ হয়রান।
খুব ভালো লাগল বোন, ভালো থেকো নিরন্তর। অশেষ শুভেচ্ছা।
অপূর্ব যোগ সাধনের অনন্যতায় ভরা গ্রাম বাংলার অসাধারণ রসনা বিলাসের চমৎকার তালের পিঠা খাওয়ার ধুম। কখন কবে হবে দেখা কবি দিদির হাতের বানানো খাবো মজাদার নানান রকমের পিঠা। খুব ভালো লাগা রইলো শুভসকাল।।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন!!!
ভীষণ সুন্দর লিখেছ ❤️
সব সময় ভালো থেকো সাবধানে থেকো সবাই কে নিয়ে। এক আকাশ ভালোবাসা রাখলাম তোমার জন্য। সাথে বকুল এক ঝুড়ি।
তালের বড়ার সাথে দিও ভাজা বেগুনী ।
সোনার সাথে যেমন সোহাগা ,
রাজনীতি আজ একে ডাকা কাল ঐ দলে ঢোকা।
চমৎকার সময়ের কালের প্রেক্ষিতে লেখা।
অসংখ্য শুভেচ্ছা রইলো প্রিয় কবি
ভাল ও সুস্থ থাকুন।
সুন্দর কাব্যিক নিবেদন
অনেক অনেক শুভেচ্ছা রইল
ভালো থাকুন সবসময়
তবে তাল তো শেষের পথে
চমৎকার প্রিয় কবি।।!!!!
অসাধারণ লেখনী!!!! মনোমুগ্ধকর উপস্থাপন! হৃদয়ে ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন!!!
অসাধারণ লেখনী দিয়ে মন ভরিয়ে দিলেন। মনোমুগ্ধকর উপস্থাপন! মন ছুঁয়ে গেলো।
অশেষ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন সতত।
’এর দোষ ওই ধরে
সেজে নিজে রাজা,
এই দল ওই দল
ঘুরে হয় তাজা!
নিজের লুকায়ে দোষ কথা কয় কড়া
খেয়ে তাল বড়া!’
ভীষণ ভীষণ মুগ্ধতা রইল প্রিয় কবি।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
শুভ কামনা জানাই।
তখন তা কালজয়ী হয়ে পাঠকের
হৃদয়ে আসন গেড়ে বসে!
সময়ের সাক্ষী হয়ে
থাক সুন্দর এ
কবিতাাটি।
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
কবি তাল ও তার স্বাদের কথা
মনে করিয়ে দিলেন।
অসাধারণ রূপকের আড়ালে জীবনমুখীর কবিতা।
শুভকামনা রইলো প্রিয় কবি।
শুভকামনা নিরন্তর।
চারিদিকের হাব-ভাব, আজ বড়ো বিচিত্র !
সুন্দর মজাদার কাব্য প্রকাশ , মুগ্ধ ।
অশেষ শুভকামনা জানাই প্রিয়কবি ভগিনীকে ,ভাল থেক সদা ।