তেলের প্রলেপ
শম্পা ঘোষ
প্রত্যেক খেলার একটা পদ্ধতি আছে
শৃঙ্খলা আছে
হার,জিতও আছে,
কিন্তু তেলবাজি...
এর কোনো নিয়মও নেই
শৃঙ্খলা নেই
শুধুমাত্র সময়মত প্রয়োগ...
ভাগ্য ভালো হলে
উপরে উঠতে পারবেন
তার সঙ্গে বুদ্ধির যথাযথ ব্যবহার...
কাকে কখন!
অবিশ্রান্ত প্রলেপের পল প্রলেপ
দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে
কি ভুল বললাম?
ভয় পাবেন না
কলম তো...
তাই লিখেই চলে অবিরত।
মাঠে, হাটে, ঘাটে, নেতার চেম্বারে, যেখানে যাই দেখি
শুধুই অনাবশ্যক তেলবাজি আর তেলবাজি!
শুধু আপনি নন, সবাই বলে।
আমিও বলি!
সমকালীন ভাবনার অনন্য কাব্যিকতায় মুগ্ধ হলাম,
শুভ কামনা রইল প্রিয় কবি।
সময় মতো প্রয়োগ করলে কাজ করে নিপুণ।
একদম বাস্তব ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। শুভেচ্ছা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
আজকাল অনেক কিছু ভুল হচ্ছে গো । তবে স্বেচ্ছাকৃত নয়।
ভাল থেক সদাই।
এক আকাশ ভালোবাসা দিয়ে গেলাম তোমাকে।
পরিবার নিয়ে খুব ভাল থেক।
কর না শুরু ঘর থেকে,
সকাল সন্ধ্যে না মারলে
পাবিনা আর ভাত খেতে।
অফিস গিয়ে মারবি তেল
অফিসের ঐ বসটাকে,
পারবি উঠতে তরতর করে
দু--চার-ধাপ টপকাতে।
নেই দরকার আর লেখাপড়ার
নয়া নয়া চাকরি পেতে',
মার না তেল নেতা মন্ত্রীদের
পাবি ফল হাতে হাতে।
নেই ঝামেলা ডাইরি করার
থানাতে আর যাওয়ার,
পাবি সুফল হাতেনাতে
দাদাকে তেল দেওয়ার।
তেলের যে কত গুণ ভাই
করবো কত আর বর্ণন,
ঘরে শান্তি রাখতে বজায়
করো গিন্নীর কথা শ্রবণ।
ঘরে শান্তি বাইরে শান্তি
সবই তেলেরই গুণে,
তেল ব্রহ্ম তেল সনাতন
তা-ইতো সবাই মানে।
দারুণ সুন্দর। ভরলো অন্তর। ভালো থাকবেন প্রিয় কবি নিরন্তর।
শুভেচ্ছা কবি।শুভ্সন্ধ্যা।
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা জানবেন।
সমস্যা হলো কেউ তেল দিতে পারে, কেউ পারে না
কেউ আবার তেল দিতে গেলে আলকাতরা হয়ে যায়
সুন্দর প্রকাশ
শুভেচ্ছা কবি
নিয়ম বিহীন তেলবাজীর এটুকুই শর্ত ।সুন্দর কবিতা উপহার দিলেন প্রিয় ।শুভেচ্ছা জানবেন।
হবে সার্থক, করিলে তেলর জপ ।
সুন্দর কাব্যে চিত্রাঙ্কন তার আকৃতি-প্রকৃতি ।
মুগ্ধ কাব্যে , প্রিয়কবি ভগিনীকে শুভেচ্ছা অশেষ ।
জয়, জয, তেল বাবাকী জয়। সর্বত্র তেলেরই জয়!
অভিনন্দন ও শুভ কামনা রইল প্রিয় কবিকে -
ভেবো না তেল মর্দনে
বিবেক ভোঁতা ।
যেটা আসে মনে, লিখে রাখা ধর্ম
আটকে রাখা কলম, নয় যে বিশেষ কর্ম ।
অশেষ ভালবাসা ও শুভেচ্ছা সব সময়ে । ভালো থাকবে ।
ভুলিনি কিন্তু এখনো ....
শুভেচ্ছা অনন্ত।