উপকথা হয়ে গেছে রূপকথা
শম্পা ঘোষ
ভালোবাসার পাহাড় নিয়ে
বসে আছো উচ্চ শিরে
তবে কেনো কাঁদছো বসে
একা একা শূন্য নীড়ে।
যে নীড়েতে প্রমাণ রাখো
হাজার হাজার উপকথা
কাটাকুটি করছো বসে
ভরছে দেখো সাদা খাতা।
সাদা খাতায় রঙ বুলিয়ে
আঁকছো কেনো অলীক স্বপন
ভাঙ্গছে সবি গড়গড়িয়ে
সাজিয়ে রাখা মনের কথন।
কথন বলে গাঁথছো কত
ফুটে ওঠা মনের ভাষা
লোক দেখানো নামটি করে
খেলছো কেবল নতুন পাশা।
পাশার গুটি মুঠোয় ভরে
দান ফেলেছো কত চাল
সুর কেটে যায় অমিল হলে
মেলে না তখন কোনই তাল।
তালে তালে জীবনটা তাই
নাচছে নিজে নাচাই যত
পায়ের নূপুর পড়লে খসে
নানান লোকে হাসবে কত।
নূপুরের এই রিনিঝিনি
শুনতে কি পায় সবাই কানে
তবুও কেনো পা ছুটে যায়
অজান্তে ঐ কিসের টানে।
আপনভেবে স্রোতের টানে
বয়েই চলো সেই মোহনায়
মাঝির সাথে নৌকা বিহার
ভিজিয়ে দিলো নীল জোছনায়।
যে জোছনা শান্ত থাকে
লুকিয়ে রাখে মনের ব্যথা
রাত্রিটাকে ঘুম পাড়িয়ে
লিখেই ফেলো রূপকথা।
রূপকথারই বুকটি চিরে
জন্ম নেবে এক কাহিনী
এসো ওগো এসো পাশে
বলো না গো ও সজনী।
***************
***********
*******
****
কবিতার শরীরের প্রবাহমান শব্দস্রোতের অপূর্ব এক মেলবন্ধন ঘটিয়েছেন সম্মানিত কবি।
একটানা পড়ে যাবার মতো আবেশ তৈরি করতে পেরেছেন বলেই পাঠকমাত্রই এই
কবিতাটিকে একবাক্যে সফল বলতে পারবে।
মিষ্টি ভাষার প্রয়োগে রূপকের সংমিশ্রণে লেখা
আমার খুব ভালো লেগেছে।
কবির সার্বিক সমৃদ্ধি কামনা করি।
মুগ্ধতা রইল।
সতত শুভেচ্ছা।
রূপকথা শুধছে ঋণ ।
কাব্য পাঠে মন ভরে গেল । অনেকটা এই জাতীয় সমস্যা নিয়ে এখন এক লেখা পোস্ট করলাম, পারলে পড়বে ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই । ভালো থেকো ।
শুভকামনা রইল অফুরন্ত।
ভাল থাকুন সব সময়।
ভালো থাকবেন।
তাই হাতে এখন বাধ্যতামূলক বিশ্রাম বেশ কিছুদিনের জন্যে।বোনের কবিতাটি তাই অনেক সময় দিয়ে পড়লাম। অতুলনীয় এই কবিতাটি ।
ভালো থেকো বোন ।
সেই প্রেমের মালা,
উদার প্রেম ভেঙে দিক
মনের যত তালা।
বরাবরের মতো অনন্য উপহারে মুগ্ধ।ভালো থাকবেন প্রিয় কবি সব সময়।অনেক শুভেচ্ছা আপনাকে।
বলো না গো ও সজনী
আহা....
শুভেচ্ছা,,
ভালোবাসি কবি দিদি ভাইকে,
কে দিবে মূল্য এর দামটাকে?
চির দিন তার মঙ্গলই চাই,
হৃদয় দিয়ে ভালবাসি তাই।
সত্যি জীৱন আবদ্ধ মায়ার জালে -
`লোক দেখানো নামটি করে
খেলছো কেবল নতুন পাশা'- সুন্দর উক্তি
প্রীতি ও শুভেচ্ছা চিরকাল কবিবন্ধু
পড়ে গেলাম।
শুভেচ্ছা অনন্ত।
প্রথম ও সপ্তম স্তবকের কথা, ও তার নির্যাসে মন ভরেগেল।
এমন উপস্থাপনায় মন্তব্য করা যায়না, শুধুই উপলব্ধি।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি বোন, ভালো থেক।
আমাদের জীবনই তো এক রম্য রূপকথা-----
ভীষণ ভালো লিখলে.........
খুব ভালোলাগা রইল আলোকিত প্রত্যূষের শুভেচ্ছা আর
ভালোবাসার সাথে।
ভালো থেকো বন্ধু।
খেলছো তুমি নতুন পাশা"
অসাধারণ অভিব্যক্তি। দারুণ শ্লেষ! শুভকামনা কবিবন্ধু
শুভেচ্ছা কবিবন্ধু।
ভালো লাগলো কবিতা।
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
এমন কাব্য পড়লে বারেক মনে গেঁথে রয়।
-শুভেচ্ছা সতত প্রিয় কবি।
অনন্য কাব্যিকতা!!
শুভকামনা প্রিয় কবি------
খুব ভাল লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।