এই কোলাহল পূর্ণ যান্ত্রিক শহরের
সকল ভিড় ভেঙে।
শত চোখ আড়াল করে,ডানা ঝাপটে
অভিমানী  চিঠি পৌঁছে যাবে তোমার শহরে!


সে দিন উপেক্ষার শক্তি থাকবে না পৃথিবীর মাঝে
ঘূর্ণনশীল সকল বস্তু কণা থমকে দাঁড়াবে!
ঘড়ি তার কাটায় স্থির থাকবে!
স্টেশন ছাড়াই ছুটে চলা ট্রামগাড়ি থেমে যাবে!
প্রবল দমকা হাওয়ারা দিক-দিশা হারাবে!
জোয়ার ভাটার নিত্য খেলা বন্ধ হবে!


পৃথিবীর প্রাচীর ছেদ করে
আমার অভিমানী চিঠির সকল শব্দ।
হিরোশিমা নাগাসিকার ন্যায় আঘাত হানবে মহাকাশে।
স্বাধীন ভাবে ঘুরে বেড়ানো মহাজাগতিক
সকল বস্তু কণার পথ রুখে দাঁড়াবে।
প্রতিটি অ্যাস্টরয়েড'কে চূর্ণ বিচূর্ণ করে
অস্তিত্ব বিলীন করে দিবে।
ক্রমাগত তারা দুর্ধর্ষ সব অভিযান চালাবে
একে একে আঘাত হানবে মুন,মার্স,জুপিটারে।
পৃথিবীর মানুষ সে দিন;
মহাপ্রলয়ের অবয়ব কিছু দেখবে।


অবশেষে হৃদয়ের দাবানলে পুড়ে
অশ্রুজলে আঁখি সিক্ত হয়ে!
যখন তোমার মুখ থেকে হাসি বিলীন হবে।
আমার সকল বিদ্রোহী বাক্য স্থির চিত্তে লেপ্‌টে যাবে।