চিন্তা বেড়ে যায়(10-04-2020)
রণজিৎ মাইতি
-------------
পাতা নড়া বন্ধ হয়ে গেলে চিন্তা বেড়ে যায়
তেমনই পাতা ঝরা থেমে গেলে ঝড় বয়ে যায়।


আমি তরঙ্গহীন পুকুরে ঢিল ছুঁড়ে মারি।
কৃত্রিম শ্বাসযন্ত্র কখনও কখনও ফিরিয়ে দেয় নতুন সকাল।


অতলে কোথাও তো লুকিয়ে আছে সম্ভাবনার বীজ,নিশ্চয়ই বেরোবে কল
কোলাহলও থেমে যাবে কালের নিয়মে


এই মাটিও উইথড্রল পলিসিতে বিশ্বাসী নয়,বরং গভীর প্রত্যয়ী পরাগের অভিমুখ নিয়ে
একদিন সেরে যাবে অন্ধ পৃথিবীর বুকে সেরিব্রাল পলসি
সঙ্গে চলুক পালস্ পোলিওর প্রচার চুটিয়ে