ফেরিঘাট(04-07-2019)
রণজিৎ মাইতি
------------
ফেরিঘাট আমাকে জীবন চেনায়
তাই দূর থেকে নির্জনে একা বসে দেখি
আর দেখে লেজঝোলা সেও একা দাঁড়ে


কিয়দ কৌতুক বশে,কিছুটা কৌতুহলে  
এই যে পদচিহ্ন;এতো কোলাহল দিন শেষে কোথায় এবং কেন যে হারিয়ে যায় কেউ কী তা জানে?
আসন্ন সন্ধ্যার আগে কেন নীড়ে ফেরে বলাকার সারি?
তখন ভাসমান বোটটিও কতো অসহায়
কেবল নশ্বর পৃথিবীতে শাশ্বত ফেরিঘাট ঋদ্ধ হয় পদভার সইতে সইতে ।