রাতকে সুন্দর করে সাজালে(09-05-2020)
রণজিৎ মাইতি
-------------
রাতকে সুন্দর করে সাজালে সেও প্রেমিক হয়ে ওঠে;
ফুল দেয়,ফল দেয় ও নরম নরম শব্দ শিশির।


তুমি কি কখনও শোনোনি
নিশুতির নীরব হাসি,ঝিঁঝিঁ ডাক ও হিম হিম সুর?
আসন্ন ভোরের আগে পেঁচার কান্না?
বিদায়ের আগে বিষন্ন চাঁদের বুকে কেন ব্যথার গোঁ গোঁ গোঁঙানি ?


পেঁচা জানে,চাঁদ জানে,অগণিত নক্ষত্রও জানে
রাতকে সাজালে সে নিজেই অরূপ,প্রেমের আরেক নাম
প্রেমিকও তো অরূপরতন।


শুধু মানুষ সাজাতে জানেনা বলে তার কাছে রাত বিভীষিকা;
ঘোর অন্ধকার,যা আজও ক্যানভাস নয় !