ঠিকানা(01-09-2019)
রণজিৎ মাইতি
--------------------
ভোরের আলো কার না ভালো লাগে !
স্নিগ্ধ ও মৃদু-মন্দ হাওয়া ছুঁয়ে যাবে কপাল কপোল
এলোমেলো করে দেবে মাথার চুলও


যদিও কিছু মানুষের কথায় ----
পা থেকে মাথা,এমনকি পিত্তিও জ্বলে যায় !
আপনি টেনে আনলেন বিখ্যাত প্রবচন
এটাই স্বাভাবিক নয় কি ?
"যারে দেখতে নারি তাঁর চলন বাঁকা!"
আসলে আপনি বামপন্থী


আমি বলি ---
আরে ও মশাই,পন্থা তো অনেক শুনলাম।
কিন্তু - - -
এই যে গোলাপের প্রতি এতো এতো ভালোবাসা
তার কি কোনো ইতিহাস নেই ?
বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন অতীত
আমিও খুঁজতে থাকলাম কথার সঙ্গে কাজের সামঞ্জস্য


নাহ্,ফাঁকির তালিকাটি আজও দীর্ঘ থেকে হচ্ছে তর,তম ।
1947 থেকে 2019 সময়টাও তো নেহাত কম নয়।
শান্তির পায়রাও উড়েছে রুটিন মাফিক
অথচ সব কথা ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে
আমরাও মোরগের মতো বিদুরের খুদ খুঁটে ভাবছি ওটাই অমৃত !
যদিও ঠিকানা নির্দিষ্ট অই কসাইখানাই !