তুলকালাম(03-05-2020)
রণজিৎ মাইতি
-------------
আজও শঙ্খধ্বনিতে ঘুম ভেঙ্গে যায়
কেটে যায় শঙ্কার মেঘও


একটা ঝিনুক কতোটা শক্তিশালী হলে দেখায় ভোরের আলো
হাসি-কান্না,ঠিক মায়াকান্নার আড়ালে ?


আমি মায়াকভস্কি থেকে শঙ্করে ফিরি,
রামানুজেও রাখি শ্রদ্ধার আবেশ ও মঙ্গলশঙ্খ;
আর মঙ্গলঘট থেকে ছিটাই শান্তির বারি।


জানি দু-ফোঁটা চোখের জল এই অসময়ে কতো মূল্যবান!
নির্মেদ লোভও যার কাছে জল হয়ে যায়;
জলো বিষয়ে আলোকপাত করার আগে পুনরায় শুনতে কি পাচ্ছো না চিরচেনা সেই হিতনাদ?


দেখো কিভাবে উঠছে জেগে মাতৃজঠর,জরায়ুর কোল
হয়তো জলবিষুব ছুঁয়ে সেই আলো আগামীতে করবে তোলপাড়
ফতুরজীবী হলেও আমরাও ভীষণ রকম তুলকালাম প্রিয় !