উর্দ্ধবাহু(26-09-2019)
রণজিৎ মাইতি
---------------------
পথে নামার আগে দুই হাত দিয়েছি তুলে নিঃশর্তে আগেই  
আমজনতা বলো কিংবা প্রান্তিক মানুষের মতো
যেমন স্কুল পাঠ্য শিশু নির্দিধায় ও নির্বিবাদে- - - - -


আসলে কোনও কোনও পৃথিবীর ভেতর আশ্চর্য পৃথিবী  
কোনও কোনও আকাশের বুকে অদ্ভুত নীল,কার্ফুও জারি বারোমাস
সে আকাশ ভাবনা বিমুখ  
সে পৃথিবী পাঁকের খুঁটির মতো নিরীহ বেচারা


যেনো পথশ্রমে ক্লান্ত নদী আজও জানেনা তার গন্তব্য কোথায়
কোথায় ফোটাবে ফুল
কোথাও কি আছে তেমন নির্জন মালঞ্চ ?


রোদ ঝলমলে ভোরে মিঠে কড়া রোদে ফুটছে কুসুম
জানার সাহসও কি আছে অথবা স্পর্ধা !
বরং কাকভোরে চুপিচুপি গোরাঙ্গের মতো মুদ্রা আসক্ত
চৈতন্যটিকি নেড়ে ভাবি চিত-অচিত
সমবেত হাত ছাড়া কখনও কি পারতো বাস্তিলদূর্গ ভাঙতে ?