আবার যদি যুদ্ধ বাধে
  রইব না আর বসে
ত্রিশ লক্ষ প্রাণ হারানোর
  বেদনা রেখেছি পুশে।


দেশের তরে পেতে দেব বুক
  লড়ব দন্ত চেপে
শেষ রক্তের তান্ডবে সেদিন
   বিশ্ব উঠবে কেঁপে।


রক্তে সেদিন জ্বলবে আগুন
  থাকবে জয়ের নেশা
স্বদেশ প্রেমের সাথে তখন
  তারুন্য রইবে মেশা।


হাতে হাত রেখে লড়ব সেদিন
    করব না আর ভয়
শত্রুপক্ষের বক্ষ ছিড়ে
  ছিনিয়ে আনব জয়।