একদিন আমার বুকেই ছিলো
তোমার অবাধ বিচরণ
দেহের প্রতিটি পাঁজরেই দেখতাম
তোমার নিশ্বাসের বিশ্বাস
অনেক অনেক বছর ধরে তোমার বিচার
আমাদের নেতৃত্ব দিয়েছে
বলেছে  চরৈবেতি...


আজ সভাগৃহে ভালো লাগছে তোমায় দেখে
তোমার ছবিও আমাদের কাছে ইতিহাস
ব্যাথা যতটুকু বুকে বাজে
তাও ভুলে যাই
যখনই দেখি
মানুষ এবং লোকায়তে কোন ভেদ নেই
হয়তো এটাই ছিলো
নিজেকে সবার ভীড়ের মধ্যে রেখেও
লুকিয়ে রাখার প্রয়াস।


হতবাক হয়েও বলব একই কথা
আমার বুকের ওপরে যারা আজও
হেঁটে চলে যাচ্ছে
তারা কিন্তু ভোলেনি তোমায়
ভোলেনি....চরৈবেতি ....অনন্ত আশ্রয়।


###########################


** ৪৩ বছর নিয়মিত প্রকাশপ্রাপ্ত এক‌টি
লিটল ম্যাগজিন হলো কোন্নগরের "এবং
লোকায়ত",সম্প্রতি এ পত্রিকার প্রারম্ভিক
সম্পাদকের মৃত্যুতে - তাদেরই সভাগৃহে
আমার নিবেদিত ঐকান্তিক শ্রদ্ধাঞ্জলি।