অশ্রুমতীরা কি অকারণে শুধু কাঁদতেই জানে?
হেমন্তের খরা! শীতল কালো কাজলে এখন...
সরা ভরে লক্ষ্মীকে আনে নজর বিক্রি ক'রে।


এও কি আশীর্বাদ! মাথাপেতেই তো সবাই  নেয়।


বাইরে প্রচণ্ডভাবে তাতে পুড়ছে আনকোরার দল,
তাদের ছায়া দেবে এমন মানুষ আর মেলে কই?
নিজেকে নিলামে তুলেও সরসতা আনার প্রয়াসে!


আর কতকাল ক্ষত সামলেও কাঁদবে অশ্রুমতী ...