কথা থাকে না,
দানা পাকে না,
পাকানো খানা,
শুধুই হাটে।

কই সেবিকা?
ছড়াও টাকা,
আসলে ফাঁকা,
গোপন বাটে।

মানুষ কই?
জীবন ওই,
হাঁস চই চই,
পুকুর ঘাটে।

বিয়ের খাট,
ভোটের ঠাঁট,
দিন চৌপাট,
গড়ের মাঠে!