১) রিমঝিম

ঢল নামিয়ে সবুজ এলো,
প্রাণটা আজ ভরিয়ে দিলো।

২) সামলে

যদি পথ ভুলে যাই চলে,
ফিরতে না হয় কানমুলে।

৩) খাঁড়ার ঘা

কাকে দিয়ে গিনিপিগ টেস্ট করছো শুরু?
চরণে তার দণ্ডবৎ! সাবাশ আমার গুরু।

৪) এপিঠ ওপিঠ

গরমটা সামলাতে এ.সি.তেই শুদ্ধি,
কিন্তু এ.সি. সামলাতে গরমের বৃদ্ধি।

৫) বে তন

ঘাম মূল্য মিলত যদি,
ধরায় বইতো স্বর্গ নদী!

৬) পড়ে পাওয়া

দানে অধিকার এলে,
অর্জন যাও ভুলে।