সবাই মিলে খাব বলেই
কচুরি কিনতে গেলাম,
ষোলটা কচুরি এক সাথে
অর্ডার দিয়ে দিলাম।


ঠোঙায় দেখি আট-আটটা
দুটো ভাগেতেই  কচুরি,
তরকারিটাও দু'পাত্রে!
মহাবিস্ময়ে মরি।


বল্লুম "কী গো, দু'জায়গায়
খাবার কেন বা  দিলে?
প্যাকেটও তো কিনতে হয়
ফোকোটিয়াতে কি মেলে?"


শুভ বল্লে," কচুরি হলেও-
মানুষটা ভারী নরম!
জানেন নাকি জমায়েতের
নিষেধে বাজার গরম?"


কে কার দিকে হাত বাড়াবে?
দেখলেই হয় করুণা,
করোনা ভয়ে জীবন ভাসে-
কথাটা নেহাত মন্দ না!


ভাবছি এত বুদ্ধি শুভর!
অবাক চোখের দৃষ্টি,
ঠিক বলেছে ভাসা এ জীবন,
কচুরিপানায় বৃষ্টি।