পৌষের বেলা সাগর মেলা
সংক্রান্তিকে ঘিরে,
ছিলাম কিশোর মনেতে ঘোর
দুই পলকের ভীড়ে।

মকর স্নানে সাগর টানে
ডুব তো দিতে হবে,
বোসের ঘাটে নৌকো ছোটে
গঙ্গা সাগর যাবে।

খুশিতে মেতে জায়গা পেতে
সাধুসন্ত আসে,
সাধুর সঙ্গে কাটতো রঙ্গে
ওদের ভালোবেসে।

দিনগুলো সব আজও নীরব
তবুও এখনো তাজা,
চুটিয়ে দেদার দিতাম খাবার
লাগতো দারুণ মজা।

নৌকো ছাড়ার দুদিন কাবার
হলেই মাধব হাজির,
হায় বেচারি! রসের হাঁড়ি
ছিলো যে ওর রুজির।

চুমুক দিয়ে খানিক খেয়ে
বাকিটা তোলা থাকে,
রসের পিঠে পায়েস মিঠে
কেমনে ভুলি তাকে!

পোষপাবনে খুশি মনে
পায়েস পুলির রেওয়াজ,
খাচ্ছি সুখে! হাসিমুখে-
আয়েস করার আওয়াজ।