সকাল থেকেই প্রস্তুতি চলছিলো,
মূল্যবান সব শব্দের সংগ্রহে।
নানান কারুকাজ মেশানো এক পরিকল্পনা,
একটা বিশাল জাগলারির মতই,
নেশার ওই ঝোঁকটা পেয়ে বসেছিলো।


লোফালুফি খেলতে খেলতে খেয়াল হয়নি,
নিজের অজান্তেই কখ‌নো এক‌টা শব্দ,
যেন টেবিলের নীচে পড়ে গিয়েছিল।
জীবনের দৈনন্দিন যুদ্ধের ভেতরে,
খুব একটা অসুবিধা তাই হচ্ছিল না তাতেও।


আর এখন তো নতুন স্টাইল হলো,
ঘাড়ের ওপরে ব্রীজ না ভেঙে পড়লে-
কখনোই খতিয়ে কারণ কেউ খোঁজে না।
অথচ মজার ব্যাপার হলো-
ঘটনা ঘটলেই শত শত কৈফিয়ৎ একসাথে হুমড়ে...


শেষমেশ দর্শকের আসন হতে একটি ছেলে উঠে,
আবিষ্কার করলো শব্দটা....
'মানুষ!'...
আশ্চর্য!! 'মানুষ'ই তো...
আনকোরা সব ঐতিহাসিক পদস্খলনের মধ্যে,
এটাও কী নিতান্তই অন্যতম একটি...