সমসুত্রে গাঁথা

১) মর্মান্তিক

         একদিন নতুন ভোরে খবর পেলাম ;
         যার গানে, সুরে তানে,
         উতলা ছিল এ মন, তাকে হারালাম।

২) হাসিমুখে

     তখনো ফাগুনমাসের প্রারম্ভিক মার্চে,
    সুমনের'চতুরঙ্গ' বা 'মনের মানুষ'টাকে
       হেলায় ফেলেও মরণের লং মার্চে।

৩) দুটি প্রান্ত

              একদিন অনন্তের আশ্রয় সাথে,
     সংগীতের শুরু, খুল্লতাতই গুরু! হার না মানা
             দোহার, সবশেষ ভোর না হতে।

@@@@@@@@@@@@@@@@@

**৭ই মার্চ দোহার এর কালিকাপ্রসাদের
                    মৃত্যুদিন স্মরণে

@@@@@@@@@@@@@@@@@