একবার, শুধু একবার আপনার দেখা চাই,  আমার সামনে মাত্র দশ মিনিট দাঁড়ান,
জিজ্ঞাসা এটাই, জগতের স---ব
সুখ আনন্দের সোনার চাবিকাঠি আপনার কাছে থাকা স্বত্তেও, কেন আপনি সারাজীবন স্বল্প কিছু মানুষ কে দুঃখই দিয়ে গেলেন??
কেন আপনার এককেন্দ্রীক মনোভাব?
কেন ধনীরা ধনীই আর দরিদ্ররা আজীবন দরিদ্রই রয়ে গেল??  
কেন আপনি সর্বেশ্বর হয়েও এককেন্দ্রীকতা
মনোভাব পোষণ করে চলেছেন?  
সম-মনোভাবাপন্ন মানসীকতায় কেন আপনি বিদ্যমান নন?
আপনার নাম ভগবান
আপনার নাম আল্লাহ
আপনার নাম গড
আপনার নাম গুরু
আপনার সাড়া নেই কেন?
আসুন, মাটির পৃথিবীতে নেমে আসুন,
আমাদের নিত্য দিনের দুঃখ কে ভাগাভাগি করে নিতে এবং সতত আমাদের মতোই
অশ্রু সাগর গড়তে---
আসুন, আপনাদের নিমন্ত্রণ রইল, জাগতিক মনুষ্য তথা প্রাণী কূলের কষ্ট উপভোগ করে নেবার জন্য---


বিনীত আপনারই শক্তি সাহস বীরত্ব আর
মানবিকতায় লালিত রীনা বিশ্বাস (হাসি)