সে দিনটাকে ভাবতে বড় ভালো লাগে
দিন গুলো ছিল আবেগের অনুরাগে
পূর্ণিমা চাঁদ উঠত অনন্ত গগনে
কত আশা ভালোবাসা ছিল যে মননে
মা-বাবার স্নেহ আর বন্ধুর আবেগ
চির শান্তি ছিল যেন,ছিলনা উদ্বেগ
পাখির মতো ছিল হালকা দেহ খানি
উচ্ছল জীবনে মজা, কারে আর মানি!


জানি ফিরে আসবেনা সেই সুখ দিন
জানি আর বাজবেনা সাত সুরে বীণ
যেই দিন চলে যায় ফিরে নাহি আসে
স্মৃতিরা সজাগ হয় জীবনের ত্রাসে
সব ফেলে আসারাই দেয় বুকে ব্যথা।  
ভাঙা বুক বেঁধে মন বলে কত কথা।