দীপ জ্বালা মধু রাতে কে তুমি অজ্ঞাত?
এসেছোকি নিতে মোরে, সাধনায় রত!
কর্তব্যে বাঁধাযে মোর জীবনের পল,
মুক্তি কেমনে পাবো চিন্তা অবিরল।
ধরো তবে রিক্ত হাত তুলে লও রথে,
কত কাল আছি বসে আঁধারের পথে!
কাঁটার ঘায়েতে আজ পদ শতছিন্ন,
ক্লান্তি ক্ষমা করেনাযে দেহ অবসন্ন।
যে পথ দেখাবে তুমি কুসুমেতে পূর্ণ...
এ জীবনে আলো পাবো রবেনাকো শূন্য!
দয়া করো যেওনাকো একা মোরে ফেলে,
তোমার আরতি করি এই দীপ জ্বেলে!
চাবনা পিছন ফিরে নেই কোনো দ্বন্দ্ব,
দুয়ার খুলিয়া দাও রবনাকো বন্ধ।
যে ইচ্ছার মাঝে লুকিয়ে রয়েছে বেদনার ছাপ।
যে ইচ্ছার মাঝে আছে মুক্তির আকুতি।
খুব ভাল লিখেছেন প্রিয় কবি।
শুভ কামনা রইল।
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন দিদি সব সময়!!
নিরন্তর শুভেচ্ছা কবির জন্য।
সুন্দর ভাবের কবিতা !!
অনেক আশার আলো ভরা শুভেচ্ছা রইল বন্ধু।
মুক্তির ভাবনায় বেরিয়ে পড়ার লক্ষ্যে আগল খুলে।
সুন্দর নিবেদন।
ভালো থাকবেন।
আন্তরিক শুভকামনা সকল সময়।
ছন্দে ছন্দে কবিতার সুন্দর উপস্থাপনা।
শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
ভালই হতো। চাবনা কথার ব্যবহার কম, যদিও
কবিতায় চলে। ভেবে দেখুন। নিজগুনে ক্ষমা করবেন। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল আলোকিত আগামী প্রভাতের।
কবিতা পাঠন্তে মুগ্ধতার সাথে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম প্রিয় কবির জন্য। ভালো থাকুন সর্বদা এই কামনা করি।।