দীপ জ্বালা মধু রাতে কে তুমি অজ্ঞাত?
এসেছোকি নিতে মোরে, সাধনায় রত!
কর্তব্যে বাঁধাযে মোর জীবনের পল,
মুক্তি কেমনে পাবো চিন্তা অবিরল।
ধরো তবে রিক্ত হাত তুলে লও রথে,
কত কাল আছি বসে আঁধারের পথে!
কাঁটার ঘায়েতে আজ পদ শতছিন্ন,
ক্লান্তি ক্ষমা করেনাযে দেহ অবসন্ন।


যে পথ দেখাবে তুমি কুসুমেতে পূর্ণ...
এ জীবনে আলো পাবো রবেনাকো শূন্য!
দয়া করো যেওনাকো একা মোরে ফেলে,
তোমার আরতি করি এই দীপ জ্বেলে!
চাবনা পিছন ফিরে নেই কোনো দ্বন্দ্ব,
দুয়ার খুলিয়া দাও রবনাকো বন্ধ।