কেরল আবার দাঁড়াবে ঘুরে, দুঃসহ দিন কাটবে!
মাটির উঠান নিকোবে বধূ, শ্রমিক মজুর খাটবে।


ক্ষতির টাকা দেবে তহবিল ভাগ করবে নেতা,
প্রতিবাদী হাত তুলবে যারা পুলিসের ভয় সেথা।


বুকের রোষ থিতিয়ে যাবে ঠিক পলির মতন...
স্মৃতিগুলো শুধু বুকের গভীরে রইবে গভীর যতন!


প্রতি প্রান্তে একই ঘটনা ঘটবেযে চিরকাল,
খুঁজে পায়নিকো রক্ষকটাকে, ধরতে দেশের হাল।


উঠবে আকাশে ক্ষয়িত চাঁদ,জোছনায় দাওয়া ভিজবে,
স্বজন হারানো ব্যথার ছোবলে নীল গল্প সাজবে!


তবুও মানুষ দাঁড়াবে আবার আশার পাঁজর ভাঙা,
নতুন সূর্য, পেটের টান... খুঁজতে হবেই ডাঙা।


মূল্যহীন মানুষ রূপে সমাজকে তুলে মাথায়,
ঠিক যেনো পিলসুজ ওরা, আঁধারে তপ্ত ব্যথায়।