হে অস্হির মন!
আজ গেলে,কাল আসে
কালে আছে বিবর্তন,
জীবন তার যতই পুষে রেখে
সময় কখনো করেনা বহন।
যুগ আসে,যুগ যায়
যুগে আছে দ্রুত গতি,
কত দুঃখ,কত সুখ হলো বিমুখ
সময় যায় আজ, দ্রুত চলি।
যুগ হতে শতাব্দীর খুঁজে
বেঁধেছে মনে কত আশা
কখনো দেখে,কখনো হারায়
মনে রেখে তার শত ব্যথা।
হে অস্হির মন!
প্রহর দেখে দেখে মন তার
কখন হবে আর স্থির?
আসিতেছে গোধূলি সন্ধ্যা
ডুবন্ত সূর্য দেখে,হবে কি অস্হির?
---///---
মোঃ রোকন আহমেদ।
৬ ফেব্রুয়ারি ২০২১ সাল।