হতে পারে ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে গেলে
দিন-মাস আর  তারিখগুলো থেমে থাকে
তাই বলে কি ক্রমবর্ধিষ্ণু সময় থেমে যায়?

আজ ভেঙে গেছে আয়নাবন্ধু
দূরে চলে গেছে পরিচয়, মুখচ্ছবি
সময়তো আর থেমে থাকে না
সে কেবলি  বৃক্ষলতায়  জড়িয়ে বেড়ে ওঠে
নতুন আলোর খোঁজে, নতুন কোন আহ্বানে!


জীবনসূত্র সংজ্ঞায়িত, জন্মমৃত্যু মাঝখানে তার
লতায়-পাতায় ঘিরে থাকে বুকের বুনন
কিছু থাকে ধোঁয়ায় ঢাকা, কিছু নামহীন সর্বনামে
কিছু সাপ-লুডু আর ক্যারাম খেলায়।


আমি কালের পথিক জীবন ভাসাই
শঙ্খগুঁড়ো জলের স্রোতে।