বুদ্ধি নামে একফালি চাঁদ উড়ে এলো বিমানে
সমগ্র রাস্তাজুড়ে স্যানিটারি
বিষাদ ঝরে মৃত্যুর সংখ্যাতে


দূরে দূরে থাকার বিচ্ছেদ বেদনা
চাঁদের ঠিক চোখ পড়ে না
নির্ভয়ে বুদ্ধির অমার্জিত ব্যবহার


শান্তির ঠিকানায় প্রতিদিন খেলা করে
নিয়মিত খোঁজ ঘনিষ্ঠ সংস্রবে
কত অনাহারে, কত, লাশ, কত পরিযায়ী শ্রমিকের হিসেবহীন
একফালি চাঁদ শুধু বিন্দুতে সহস্র বিন্দুর ছবি আঁকে
কত জীবনের বিনিময়ে
বুদ্ধির চাঁদ রোজ রোজ
বিমানে  গ্রাম- শহর কাঁদায়।