বেশ ক্লান্তি
ইচ্ছে  করে না বেঁচে  থাকার
সকাল  হলেই কেবল  মনে পড়ে রাত্রির  দৃশ্য
আর রাতে মনে পড়ে
সকালের  স্বচ্ছ  সূর্য


শুধু  সংবাদ, মৃত্যুর সংবাদ
আমার মনোবল  ছিঁড়েখুঁড়ে খায়
যুদ্ধ জীবনযুদ্ধ ছুঁতে গিয়ে শেষ
থামছে না কবর
থামছে না শ্মশান
পরপর নেমে যাচ্ছে
সীমান্ত ঘেরা তাপমাত্রা
অনর্গল - অবিরাম  প্রবাহিত  হতে থাকে ক্ষয়


চোখের  সামনে
লোকালয় গ্রাস করে, দাস করে নিতে চায় সব জনপদ,
সব  মাটি  কেঁপে  ওঠে
নদীর পাড়ে এঁকে - বেঁকে


শুধু  লেখা  থাকে
মৃত সার্টিফিকেটের নীচে


সিংহভাগ  কৃতিত্ব  এইভাবেই  ঘটে।