তোমার মন খারাপ হলে
বৃষ্টি  পড়ে।
সাতদিন , একমাস... একবছর...কুড়িবছরে ধরে
বৃষ্টি পড়ে... নিরবধি

থামে।
তারপর  থামে
যেদিন তুমি হাসলে
সেদিন  থামে

তোমার মনখারাপের
আসল ভালোবাসায়...