ছলচাতুরী লোভীদের দল
নখরাঘাতে ছিঁড়ে  ফেলা  সমাজ
পুতুল  পুতুল  খেলে

দিনের  প্রতিটি ভাগে গিরগিটির মতো
রঙ বদলায়
এঁরা  পরিচিত বিশেষ  বুদ্ধিজীবী
যোগ্যতাহীন মানবিক শূন্য
ভ্রমর দলের  প্রতিনিধি

সমাজ কাঁদে রাস্তায়
তখন  লুকিয়ে  শাসকের  ত্রান শিবিরে

এঁরা  নিজের প্রচারে অকারণে
শুয়েপড়ে খোলা রাস্তায়
এঁরা  বুদ্ধিজীবী?

কত মৃত্যু , কত মহামারি  হাহাকার  সারা বিশ্বে
এঁরা  নেই রাস্তায়  

শুধু  শাসকের  নামাবলী  গায়ে
মিথ্যার নাম জপে যায়
এঁরা  বুদ্ধিজীবী?

চারদিকে  খুনোখুনি , মারামারি
এঁরা খবরের দরজায়

শুধু  প্রতি সেকেন্ডে
মুখ আর মুখোশের রঙ বদলায় ।