বিভীষণ
   এম এ সালাম
         ২০-১০-১৯


নিমক খেয়ে গুন না গেয়ে-
      ছুড়লি যত দোষ,
সত্য কথা বলতে চাইলেই
      মাথায় পড়ে ঠোষ।


কাহার নিমক ব্যবহার করে-
     কাহার গুন গাও,
স্বার্থের জন্য সুযোগ খুঁজো
    শত্রু কাছে ডেকে লও।


নগদ সুখ দেখে যদি কেহ-
    পূর্বের স্মৃতি ভুলে,
এক সময় দেখবে বন্ধু রে
    মরবি বপুটা ফুলে।


কাহার পিছে চ্যালেঞ্জ ছুড়ো-
     ভেবে দেখে লও,
সু-সময়ের বন্ধুরা এখন
     দেখ কেউ কারো নয়।


সুরেশ তৈল দিতে আছে-
     সুযোগ বুঝে বুঝে,
লোক সমাজ তাদেরকে আজ
     মীরজাফর ভাবে।