একুশের শেষ আর্তনাদ
       এম এ সালাম
         ২৯-০২-২০


একুশ এলেই মাগো তুমি কাঁদো একা বসে,
তোমার ছেলের তাজা রক্তে সেদিন
রাজপথ উঠে ভেসে।
যেই বুকে মাগো তুমি করিতেস্নেহের চুম্বন
সেই বুকে নির্বিচারে ওরা করে গুলি বর্ষন।
একুশ এলেই মাগো তুমি কাঁদো একা বসে
ছেলের দুঃখে তোমার হৃদয় অশ্রুস্নাত রসে।
যে দেহে ছিল মাগো ছেলের প্রান খচিত
সে দেহ হয়েছিল মাগো তোমার রক্তে রঞ্জিত।
তোমার ছেলের দেহ মাগো তোমার ধারায় রচিত
সেই দেহের রক্তে মাগো রাজপথ হয় রঞ্জিত।
যে দেহে দিতে তুমি স্নেহের পরশ বুলি
সে দেহে ওই বর্বরেরা চালায় নির্মম ভাবে
গুলি।
যে দেহ নাওয়াতে মাগো স্নেহের সাগরের জল দিয়ে
সে দেহ নাওয়ায় মাগো দেহের তাজা রক্ত দিয়ে।
যে দেহ শোয়াতে তুমি কমল স্নেহের
শয্যায়
সে দেহ শোয়ায় মাগো রাজ পথেরআঙিনায়।
তোমার ছেলে যে চোখ দিয়ে দেখতো তোমায়-
সে চোখ মাগো শকুনেরা বেদনা অশ্রুতে নাওয়ায়।
তোমার ছেলে যে মুখ দিয়ে মাগো ডাকে তোমায়
সে মুখ দিয়ে ও হায়নারা ক্রন্দধ্বনি শোনায়
একুশ এলেই মাগো তুমি কাঁদোই একাবসে
ছেলের শোকে সুখবৃক্ষের পাতা পড়ে খসে।
যাকে নিয়ে ছিল তোমার অনেক স্বপ্ন সঞ্চিত
একুশ তারিখ দুনিয়া দেখা হতে সে হয় বঞ্চিত।
কেঁদো না মাগো তুমি আঁখি মুছো এইবার
দু'হাত দুলে দোয়া করো যেন বেহেস্ত নসীব হয় তাহার।