স্মৃতি ময় দাদার বাড়ী
       এম এ সালাম
           ১২-১০-১৯


ছায়া সুনিবিড় ঘন সবুজ নীড়-
    নানা বাগ বাগিচায় ঢাকা,
পাঁচ একরের বাড়িটি দাদার
   এখন রয়েছে ফাঁকা।


ধানের ক্ষেত বাঁশের বাগান-
    নানা ফল ফলাদির গাছ,
দক্ষিন দ্বারের ওই বড় পুকুরে
    ছিল বড় রুই কাতলা মাছ।


আম-কাঁঠাল, ডালিম, ছবেদা-
    পেয়ারা বরই কত?
কান্দির উপর নারিকেল গাছ
     ফলন্ত দেখেছি কত?


গোয়াল ভরা গরু-মহিষ ছিল-
    গোলা ভরা ছিল ধান,
কাচারিতে বসে হাতেম চাচায়
    হুক্কায় দিত সুখ  টান।


মন থেকে আজও যাইনি মুছে-
    স্মৃতি মনের কোণে ভাসে,
আঙিনার পাশে পায়রা পায়রি
    খোপে বাক বাকুম ডাকে।


ওই বড় পুকুরে গাঁয়ের বধুরা-
    কলসি ভরে নিত পানি,
কাচারিতে বসে দাদায় আমার
     চুরির বিচার করিত জানি।


পুকুর পাড়ে চির বিদায় নিয়ে-
    ঘুমিয়ে আছে বাবার বাবা,
একেক  করে যেতে হবে
    উপরে থাকিতে পারিবে কেবা।


বিদ্রঃ- চান্দখালীর আঙ্গার পাড়ার তোজক আলী হাওলাদার বাড়ী।